School College Management System

Loading...

Digital Book

School College Management System

Loading...

কম্পিউটার কোডিং (Computer Coding) কী? বিভিন্ন প্রকার কোডিং এর বর্ণনা কর।

এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | সংখ্যা পদ্ধতি: কম্পিউটার কোডিং

কোড (Code): কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট (০ বা ১) রূপান্তর করে অর্থাৎ বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই আদ্বিতীয় সংকেতকে কোড বলে। নিম্নে কতগুলো বহুল ব্যবহৃত কোডের নাম দেয়া হল:

  1. অকটাল কোড (Octal Code),
  2. হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code),
  3. বিসিডি কোড (BCD Code),
  4. আলফানিউমেরিক কোড (Alphanumeric Code),
  5. অ্যাসকি কোড (ASCII Code),
  6. ইবিসিডিআইসি কোড (EBCDIC Code) এবং
  7. ইউনিকোড (Unicode)


1. অকটাল কোড (Octal Code): অকটাল কোড হল তিন বিটের বাইনারি কোড অর্থাৎ ৩ বিট বিশিষ্ট বাইনারি কোডকে অকটাল কোড বলে।
যেমনঃ (১২)১০ এর বাইনারি = (১১০০)২ কিন্তু (১২)১০ এর অকটাল কোড (Octal Code) = (০০১ ০১০)২

২. হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code): হেক্সাডেসিমেল কোড হল চার বিটের বাইনারি কোড অর্থাৎ ৪ বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে।
যেমনঃ (৩৪)১০ এর বাইনারি = (১০০০১০)২ কিন্তু (৩৪)১০ এর হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code) = (০০১১ ০১০০)২

৩. বিসিডি কোড (BCD Code): BCD এর পূর্ণ অর্থ হল Binary Coded Decimal। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে।
যেমন:
বিসিডি ৮৪২১ কোড,
বিসিডি ৭৪২১ কোড,
বিসিডি ৫৪২১ কোড,
বিসিডি ২৪২১ কোড ইত্যাদি।

যেমনঃ (১৭)১০ এর বাইনারি = (১০০০১)২ কিন্তু (১৭)১০ এর বিসিডি কোড (BCD Code) = (০০০১ ০১১১)২

৪. আলফানিউমেরিক কোড (Alphanumeric Code): বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ (+,-,×,÷) আরও কতগুলো বিশেষ চিহ্নর (!, @, #, $, %, &) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে।

কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হল:
অ্যাসকি কোড (ASCII Code),
ইবিসিডিআইসি কোড (EBCDIC Code),
ইউনিকোড (Unicode)

৫. আসকি কোড (ASCII Code): আসকি কোডের পূর্ণ অর্থ হচ্ছে American Standard Code for Information Interchange। এটি একটি বহুল প্রচলিত ৭ বিটের কোড। যার বাম দিকে তিনটি জোন এবং ডানদিকে চারটি সংখ্যা সূচক বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে ৮ বিট আসকি কোডে রূপান্তর করা যায়। ১৯৬৫ সালে রবার্ট বিমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন।

বিদ্র. ৭ বিটের কোডের মাধ্যমে ২৭ বা ১২৮টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপ ভাবে ৮ বিটের কোডের মাধ্যমে ২৮ বা ২৫৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

৬. ইবিসিডিআইসি কোড (EBCDIC Code): ইবিসিডিআইসি কোডের পূর্ণ অর্থ হল Extended Binary Coded Decimal Information Code। এটি একটি ৮বিটের কোড।

যেমন: এই কোডে ০ থেকে ৯ অঙ্কের জন্য ১১১১, A থেকে Z বর্ণের জন্য ১১০০, ১১০১ ও ১১১০ এবং বিশেষ চিহ্নের জন্য ০১০০, ০১০১, ০১১০, ও ০১১১ জোন বিট হিসেবে ব্যবহার করা হয়।

৭. ইউনিকোড (Unicode): বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোড ভুক্ত করার জন্য ১৬ বিটের যে কোড তৈরি করেছেন তাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড এর পূর্ণ অর্থ Universal Code বা সার্বজনীন কোড। ইউনিকোডের মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন ওবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
Author
Date
04-04-2025

Store

: 0   : 0   : 32     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | ডেটা ট্রান্সমিশন মেথড
: 0   : 0   : 31     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার
: 0   : 0   : 29     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | কম্পিউটার নেটওয়ার্ক
: 0   : 0   : 24     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | ইন্টারনেট
: 0   : 0   : 25     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0   : 0   : 25     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১ম অধ্যায় | ন্যানোটেকনোলজি
: 0   : 0   : 28     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | নেটওয়ার্ক টপোলজি
: 0   : 0   : 32     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | বাইনারি সংখ্যার যোগ-বিয়োগ
: 0   : 0   : 28     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | কমিউনিকেশন গতি
: 0   : 0   : 46     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | কম্পিউটার কোডিং

ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2025 SCMS All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi