slot gacor
slot gacor
slot gacor
Job Exam Practices | চাকরীর পরীক্ষা অনুশীলন | SCMS

School College Management System

Job Exam Practices

বিসিএস | পিএসসি | ... | ২০২৩
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (অনির্বাচিত কীর্তনখোলা সেট এর প্রশ্নপত্র) | 200 প্রশ্ন
R: 0
W: 0
1. জলকুন্তল শব্দের অর্থ কী?
2. কোন বানানটি শুদ্ধ?
3. নিচের কোন বানানটি শুদ্ধ?
4. 'পেরেক' কোন ভাষা থেকে আগত শব্দ?
5. 'বিবৃত স্বরধ্বনি' বলতে কী বোঝায়?
6. 'জিগীষা' শব্দের অর্থ কী?
7. ছোট > ছোট্ট-এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তন?
8. 'Bulletin' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
9. 'দেখতে দেখতে ভববনটা উঠে গেল'- এখানে 'দেখতে দেখতে' কোন অর্থ প্রকাশ করেছে?
10. 'সিংহপুরুষ' কোন সমাসযোগে গঠিত শব্দ?
11. কোনটি অপপ্রয়োগের উদাহরণ?
12. 'লেফাফা দুরন্ত' বাগধারায় 'লেফাফা' বলতে কী বোঝায়?
13. 'তিনি এ বাড়িতে থাকতেন।' বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে কী হবে?
14. যখন তুমি, আপনি বা তুই সম্বোধন করতে দ্বিধা হয়, তখন কোন বাচ্যে কথা বলা হয়?
15. নিচের কোনটি বিশেষ্য?
16. 'শীতার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
17. কোনটি মহাপ্রাণ ধ্বনি?
18. 'কাআ তরুবর পঞ্চ বি ডাল'-এখানে 'ডাল' শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে?
19. 'চণ্ডীমঙ্গল' কাব্যে কালকেতু কার কাছে আংটি বিক্রি করতে গিয়েছিল?
20. আলাওলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
21. 'যত যত মহাপণ্ডিত আছ এ সংসারে/আমার কবিত্ব কেহ নিন্দিতে না পারে।'-এটি কার রচনা?
22. চর্যাপদের কোন কবির পদে বাঙালির কথা উল্লেখ আছে?
23. 'অলীক কুনাট্য রঙ্গে/মজে লোকে রাঢ়ে বঙ্গে/নিরখিয়া প্রাণে নাহি সয়।'-উক্তিটি কার?
24. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
25. কোনটি মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা?
26. 'আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী?/বলো কোন্ পার ভিড়িবে তোমার সোনার তরী।' কোন কবিতার অংশ?
27. 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন?
28. হাসন রাজার জন্ম ও মৃত্যু সাল-
29. সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকার নাম কী?
30. 'সকলেই কবি নয়, কেউ কেই কবি'-উক্তিটি কার?
31. এম. আর. আখতার মুকুলের লেখা গ্রন্থ কোনটি?
32. 'শোকার্ত তরবারী' কাব্যগ্রন্থের লেখক কে?
33. 'আমার দেখা নয়াচীন' কত সালে প্রকাশিত হয়?
34. ডেরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?
35. সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থের মুখবন্ধ কে লিখেছেন?
36. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নাটক কোনটি?
37. 'শেষপ্রশ্ন' উপন্যাস হলে 'শেষলেখা' কী?
38. কোন বানানটি সঠিক?
39. The word 'parent' means-
40. 'It's too soon to say if he'll survive.' In this sentence 'too' is a/an-
41. 'She's very sprightly for her age.' The word 'sprightly' is a/an-
42. 'Wait until I return.' Here 'until' is a/an-
43. 'He hurried past them without stopping.' In this sentence 'past' is a-
44. 'How does Ushashi feel now?' In this sentence is verb 'feel' is-
45. Which of the following words is feminine?
46. Which of the following has the identical singular and plural form?
47. 'He started teaching Hamlet.' Here 'teaching' is a/an-
48. 'We met Nuzha carrying a bouquet of red roses.' 'carrying' is a/an-
49. Choose the appropriate preposition: 'Ihana looked it up---the internet.'
50. Select the sentence in which 'long' is a verb-
51. What is the meaning of the idiom 'smell a rat'?
52. 'We read that we may leam'. The underlined part is a/an-
53. 'Bonafide' is a synonymous with-
54. Identify the correctly spelt word:
55. Identify the correct passive form:
56. 'The grass was so wet that we couldn't sit on it.' Identify the correct simple form of the sentence from the following options:
57. Which sentence is correct?
58. Which one is a masculine gender?
59. "Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance." These lines are taken from the poem-?
60. "I am a man" More sinn'd agains than sinning. These lines in Shakespeare tragedy are spoken by-
61. "Things fall apart; the centre cannot hold; Mere anarchy is loosed upon the worlds." This extract is taken from the poem-
62. Who wrote the novella 'Heart of Darkness'?
63. "No! I am not Prince Hamlet, nor was meant to be; Am an attendant lord, one that will do To swell a progress." These lines are taken from the poem of-
64. Who is the writer of the novel 'Of Human Bondage'?
65. Who is the principal antagonist of the play 'The Merchant of Venice'?
66. "Drive my dead thoughts over the universe Like withered leaves to quicken a new birth!" Who wrote these lines?
67. In which play of G.B. Shaw, do you find the character 'Raina'?
68. Who is the dramatist of the absurd drama 'Waiting for godot'?
69. "They're all gone now, and ther isn't anything more the sea can do to me."? In J.M. Synge's play 'Riders to the Sea' these heart-breaking words are uttered by-
70. "Authority forgest a dying king." This line is extracted from Tennyson's poem-
71. Who is the writer of the sonnet "On First Looking into Chapman's Homer"?
72. Who is the author of the adventure fiction 'Robinson Crusoe'?
73. 'Those to whom evil is done, Do evil in retrun' This quote is taken from the poem of-
74. বলশেভিক বিপ্লব-এর পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
75. কোন দেশটি বিশ্বের সুগার বাউল (Sugar Bowl) হিসেবে পরিচিত?
76. কোন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জন্য Loass and Damage Fund গঠন করা হয়?
77. কোন চুক্তিতে International Emissions Trading অনুমেদান দেয়া হয়?
78. বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়?
79. ৩৮° উত্তর অক্ষাংশ নিম্নোক্ত কোন দুটি দেশের সাথে সম্পর্কিত?
80. CEDAW-এর বিষয়বস্তুর সাথে কারা সম্পর্কিত?
81. নিম্নে উল্লিখিতদের মধ্যে কারা শরণার্থী নয়?
82. ওসরোইন (Osroene) রাজ্য (খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দী খ্রিষ্টাব্দ ৩য়- শতাব্দী) অন্য যে নামে পরিচিত-
83. দোহা চুক্তি ২০২০ হলো-
84. The Indian Ocean Rim Association (IORA) প্রতিষ্ঠিত হয়-
85. অক্টোবার ২০২২ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ সিআইসিএ (CICA) সামিট-এ কোন দেশকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করা হয়?
86. শারম-আল-শেখ নিম্নের কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত?
87. জলবায়ুর জন্য কৃষি উদ্ভাবন মিশন (The Agriculture Innovation Mission for Climate) যৌথ উদ্যোগটি নিম্নের কোন দুটি দেশ/সংস্থার মাধ্যমে হয়েছে?
88. "Net Zero Emissions" -এর লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে নির্ধারণ করা হয়েছে?
89. কোন দেশ Vulnarable Group 20 (V 20) -এর সদস্য নয়?
90. কোন সংস্থা Global Innovation Index প্রকাশ করে?
91. কোন সংস্থা New Development Bank (NDB) প্রতিষ্ঠা করেছিল?
92. ভৌগোলিকভাবে নিম্নের কোন দেশ Double Land Locked?
93. বাংলাদেশের কোন অঞ্চল তুলনামূলকভাবে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে স্বীকৃত?
94. নিম্নের কোন বিষয়টি ভূ-রাজনীতির সাথে সংশ্লিষ্ট?
95. নিম্নের কোন জেলায় চুনাপাথরের মজুদ রয়েছে?
96. ভারতের কোন রাজ্য বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী?
97. নিম্নের কোনটি কৃত্রিম হৃদ নয়?
98. নিম্নের কোন ধরণের বনে জোয়ার-ভাটার প্রভাব রয়েছে?
99. নিম্নের কোন সংস্থাটি দুর্যোগ ঝুঁকি নিরসন বিষয়ক কার্যক্রমের সাথে সম্পৃক্ত?
100. ডাউকি চ্যুতি নিম্নের কোন ধরণের দুর্যোগ ঝুঁকির সাথে সম্পৃক্ত?
101. পাদদেশীয় সমভূমি কী ধরণের বন্যা কবলিত হয়?
102. বাংলাদেশের একমাত্র মুসলিম নৃ-গোষ্ঠী কোনটি?
103. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকার গঠন করলে সে সরকার কতদিন স্থায়ী হয়েছিল?
104. বাংলাদেশের ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে ইউনেস্কো কবে 'আন্তর্জাতিক মাতৃভাভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে?
105. বাংলাদেশ জাতীয় সংসদের তিনশততম আসন কোনটি?
106. বাংলাদেশ বিমানের প্রতীক 'বলাকার' ডিজাইনার কে?
107. ১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দিয়েছিল?
108. নর্ডস্ট্রিম (Nod Stream) গ্যাস পাইপলাইনটি কোন সাগরের নিচে দিয়ে গেছে
109. ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সালকে বলা হয়-
110. বাংলাদেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
111. পাটের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেন কে?
112. বাংলাদেশের কৃষি ঐতিহ্য সিস্টেম কোনটি?
113. ভ্যাট একটি-
114. ঐতিহাসিক 'ছয় দফায়' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
115. 'খেলাঘর' আসলে কী?
116. ২০২২ সালের জনশুমারী অনুযায়ী বাংলাদেশের বর্তমান কত শতাংশ লোক শহরে বাস করে?
117. ২০২২ সালের জনশুমারী অনুযায়ী বাংলাদেশের বর্তমান বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার কত?
118. বাংলাদেশের প্রায় কত শতাংশ জনগোষ্ঠী বর্তমানে সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পেয়ে থাকেন?
119. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
120. 'বঙ্গবন্ধু হাইটেক সিটি' কোথায় অবস্থিত?
121. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্ত বিধান করবে?
122. ডাক বিভাগের EPP সার্ভিস এর পূর্ণরূপ কী?
123. রাজনৃৈতিক দল 'আওয়ামী মুসরিম লীগ' কত সালে গঠিত হয়?
124. বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
125. মায়োপিয়া (Myopia) কী?
126. কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ?
127. নিচের তত্ত্বগুলো বিবেচনা করুন?
i. আলোর প্রতিফলন
ii. আলোর বিচ্ছুরণ
128. কোন মৌলটি DNA তে নেই?
129. নিচের কোন রোগটির জন্য H1N1 ভাইরাস দায়ী?
130. নিচের জোড়গুলো বিবেচনা করুন- ভিটামিন অভাবজনিত রোগ
i. ভিটামিন D রিকেট (Ricket)
ii. ভিটামিন E রাতকানা (Night blindness)
131. নিচের কোনটি মাছের চাষ বুঝায়?
132. নিচের কোনটিকে কৃত্রিম আবাদ-মাধ্যমে (Artificial Media) জন্মানো যায় না?
133. ট্রানজিস্টর তৈরীতে কোন প্রকার পদাথ ব্যবহৃত হয়-
134. নিচের তত্ত্বগুলো বিবেচনা করুন-
i. আলো গ্র্যাভিটি (Gravity) দ্বারা প্রভাবিত হয়
ii. মহাবিশ্ব (Universe) ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে
135. নিচেরগুলো বিবেচনা করুন-
i. ফিঙ্গার প্রিন্ট (Finger Pring)
ii. রেটিনা স্ক্যানিং (Retina Scanning)
iii. কন্ঠস্বর শনাক্তকরণ (Voice Recognition)
136. এনট্রপি কোন ভৌত ধর্মের পরিমাপ করে?
137. কোন গ্যাসটি গ্রিন হাউজ ইফেক্টের জন্য কম দায়ী?
138. জাল টাকার নোট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কোন রশ্মি?
139. নিচের কোন মৌলটি খাদ্য শৃঙ্খলের জন্য অনিরাপদ নয়?
140. ASCII-এর পূর্ণরূপ কী??
141. কম্পিউটার চালু হলে বুটিং এর সময় যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় তার নাম কী?
142. কোন কম্পিটার মেমোরি Volatile?
143. 1KB = ?
144. iOS কী?
145. নিচের কোনটি Network Topology নয়?
146. নিচের কোন গ্রুপটি Graphical File এর Extension?
147. কম্পিউটার সফটওয়‍্যারের মধ্যে কোন ভুলের কারণে সেটি সঠিকভাবে কাজ করে না?
148. নিচের কোনটি সঠিক IP Address নয়?
149. Ping Command টি কোন Protocol ব্যবহার করে?
150. হার্ডওয়‍্যার এবং সফটওয়্যার এর সংমিশ্রণ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিবেদিত তাকে কী বলে?
151. একটি ডাটাবেস সিস্টেম যেখানে দুটি বা ততোধিক ফাইল বিভিন্ন সাইটে অবস্থান করে, তাকে বলা হয়-
152. M-Commerce নিচের কোন টেকনোলজী ব্যবহার করে?
153. নিচের কোন কৌশলটি কৃষি ফলনের পূর্বাভাসের জন্য ব্যবহার করা যেতে পারে?
154. নিচের কোনটি Search engine নয়?
155. নিচের শব্দজোড়ার সাথে অতিরিক্ত চারটি জোড়া শব্দের মধ্যে কোনটির একই ধরণের যৌক্তিক সম্পর্ক রয়েছে? Team : Coach
156.
অসম্পূর্ণ বাক্যটির শূন্যস্থানের নিচের কোন বিকল্প শব্দ জোড়া বসবে?? “---is to RIVER as COAST is to"
157. সকল পেঁচাই দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য?
158. নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? CBA WVU IHG TSR?
159. পাঁচটি প্লেন একই সাথে এয়ারপোর্ট ছেড়ে গেল। প্লেন-B, প্লেন-A এবং প্লেন-D এর পূর্বে তবে প্লেন-C এর পরে গন্তব্যে পৌঁছাল। প্লেন-E, প্লেন-D এর আগে কিন্তু প্লেন-A, এর পরে পৌঁছাল। কোন প্লেনটি সবার শেষে গন্তব্যে পৌঁছাল?
160. প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের A, B, C এবং D -এর মধ্যে কোন বিকল্পটি বসবে?
161. নিচের কোন নাম্বারটি ব্যতিক্রম?
162. BANGLADESH শব্দটিতে কোন বর্ণ পানিতে ও দেখতে একই রকম?
163. আয়নায় দেখা গেল ঘড়িতে ৯:৩০ মিনিট বাজে। তখন প্রকৃতপক্ষে সময় কত?
164. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
165. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কোনটি?
166. 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল'-কোন সংস্থান এ অভিমত প্রকাশ করেছে?
167. সুশাসন প্রতিষ্ঠিত হলে কি নিশ্চিত হবে?
168. তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে?
169. ই-গভর্নেন্সের মূল লক্ষ্য কী?
170. 'Principia Ethica' গ্রন্থটির রচয়িতা কে?
171. নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস-
172. যে দার্শনিক নৈতিকতা সদিচ্ছার সাথে যুক্ত করেছেন-
173. 'পরানীতিবিদ্যা'-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
174. সরকারের কর্তব্য হলো-
175. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
176. একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূলে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
177. বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকায় ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
178. (1+x)1/3 + (1 - x)1/3 = 21/3 হলে x এর মান কত?
179. যদি 162x+4 = 43x+3 হয়, তবে x এর মান কত?
180. 1/(2x + 1) + 1/(2x + 1)2 + 1/(2x + 1)3 + ---? একটি গুণোত্তর ধারা। যদি x = 1 হয়, তবে ধারাটির সাধারণ অনুপাত কত?
181. log55√5 এর মান কত?
182. ২০ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে থাকলে রাস্তার ক্ষেত্রফল কত?
183. 9a3b3c3, 12a2bc, 12ab3c3 এর গ.সা.গ. কত?
184. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দের্ঘ্য 2 সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
185. একটি ফাংশন f : ℝ→ ℝ, f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে, f - 1(2) এর মান হবে-
186. যদি P = {x : x এর গুণিতক 2 এবং x ≤ 8} এবং Q= {x : x এর গুণিতক 4 এবং x ≤ 12} হয়, তবে P ∩ Q এর মান কত?
187. যদি x + y = 4 হয়, তবে x3 + y3 +12xy এর মান কত?
188. X/3 - 2/Y = 1 , X/4 + 3/Y = 3 এর সমাধান সেট হবে-
189. যদি a + 1/a = 3 হয়, তবে a3 + 1/a3 এর মান কত?
190. স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদে ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
191. বাংলাদেশের প্রথম 'সেচ প্রকল্প' কোনটি?
192. 'আগড়' গাছ প্রধানত কোথায় জন্মে?
193. বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক কে?
194. বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন কে?
195. নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
196. বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক জলপ্রপাত কোথায় অবস্থিত?
197. বাংলাদেশের দীর্ঘতম পদ্মাসেতু কত তারিখে উদ্বোধন করা হয়?
198. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হওয়া বাংলাদেশী জাহাজের নাম-
199. আব্দুল করিমের বর্তমান বয়স তার পিতার বয়সের ১৬ ভাগ। দুজনের বর্তমান বয়সের পার্থক্য ৩৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
200. যদি ০.৫ × ক = ০.০০০৩ হয়, তাহলে 'ক' এর মান কত?

ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi