Loading...
Digital Book
Loading...
মোবাইল যোগাযোগ প্রযুক্তি (Mobile Communications Technology)
এইচএসসি
|
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
|
ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক:
ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি
মোবাইল যোগাযোগ প্রযুক্তি (Mobile Communications Technology): এক বা একাধিক চলনশীল ডিভাইসের মধ্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ক্যাবল ছাড়াই যোগাযোগ করার নেটওয়ার্ক হল মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
বৈশিষ্ট্য (Characteristics):
১. মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মোবাইল যোগাযোগ প্রযুক্তি হল GSM/ CDMA.
২. GSM- Global System for Mobile Communications.
৩. CDMA- Code Division Multiple Access.
GSM (Global System for Mobile Communications) এর বৈশিষ্ট্য:
১. GSM এ ব্যান্ডউইথ এর উত্তম সদ্ব্যবহারের জন্য ব্যান্ডউইথকে টাইম স্লটে বিভক্ত করা হয়।
২. এটি অনেক বেশি পরিণত একটি প্রযুক্তি যার ফলে শক্তিশালী ফিচারসহ অনেক বেশি স্থায়ী নেটওয়ার্ক পাওয়া যায়।
৩. ফিক্সড সেল সাইট রেঞ্জ হল সর্বোচ্চ ৩৫ কিলোমিটার যার কারিগরি সীমাবদ্ধতা রয়েছে।
৪. বিশ্বের শতকরা ৮০ ভাগ ব্যবহারকারী GSM স্ট্যান্ডার্ডটি ব্যবহার করে।
৫. GSM এর কলের খরচ CDMA এর চেয়ে বেশি।
৬. আন্তর্জাতিক রোমিং (Roaming) সুবিধা পাওয়া যায়।
৭. CDMA এর তুলনায় GSM হ্যান্ডসেট বেশি শক্তিতে ট্রান্সমিট হয়। ফলে ব্যাটারির আয়ু কম থাকে, টক টাইম ও স্ট্যান্ডবাই টাইম কমে আসে।
৮. বাজারে বৈচিত্র্যপূর্ণ ও বিভিন্ন ব্র্যান্ডর GSM হ্যান্ডসেট পাওয়া যায়।
CDMA (Code Division Multiple Access) এরবৈশিষ্ট্য:
১. CDMA এতে প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদাভাবে একটি ইউনিক কোড ও ব্যান্ডউইথ বরাদ্দ করা হয়।
২. CDMA তুলনামূলকভাবে নতুন একটি প্রযুক্তি এবং GSM এর নেটওয়ার্কটি এর মতো ততটা পরিপক্ব নয়।
৩. এর বিস্তৃত স্পেকট্রাম সিগন্যাল অনেক বেশি কভারেজ প্রদান করে।
৪. সীমিত সংখ্যক অপারেটর CDMA প্রযুক্তিটি ব্যবহার করে।
৫. এর কলের খরচ GSM এর চাইতে কম।
৬. আন্তর্জাতিক রোমিং (Roaming) সুবিধা পাওয়া যায় না।
৭. হ্যান্ডসেটগুলো সাধারণত স্বল্প শক্তিতে ট্রান্সমিট হয়। ফলে ব্যাটারির আয়ু বেড়ে যায়, দীর্ঘ টক টাইম ও স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায়।
৮. CDMA সার্ভিসের জন্য বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া গেলেও এক্ষেত্রে খুব বেশি বৈচিত্র্য নেই।
সিম কার্ড (SIM Card): জিএসম (GSM- Global System for Mobile Communications.) মোবাইল ফোনগুলোর জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন পড়ে যেটিকে সিম (SIM- Subscriber Identity Module) কার্ড বলে।
রোমিং (Roaming): যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়।
জিপিআরএস (GPRS- General Racket Radio Service): এটি প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত 2G সেলুলার মোবাইল কম্যুনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়।
ইডিজিই (EDGE- Enhanced Data Rates for GSM Evolution): GPRS এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হল EDGE । এটি Enhanced GPRS (EGPRS) বা IMT Single Carrier (IMT-SC) কিংবা Enhanced Data Rates for Global Evolution নামেরও পরিচিত। স্ট্যান্ডার্ড GSM নেটওয়ার্কে উন্নত ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করে EDGE । ২০০৩ সালের শুরুতে GSM নেটওয়ার্কে EDGE কে চালু করা হয়।
: 0
: 0
:
95
Author
Date
27-10-2025
: 0
: 0
:
111
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১ম অধ্যায় |
ডাটা
: 0
: 0
:
188
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
নেটওয়ার্ক
: 0
: 0
:
80
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
নেটওয়ার্ক
: 0
: 0
:
92
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার
: 0
: 0
:
76
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার
: 0
: 0
:
97
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১ম অধ্যায় |
ডাটা
: 0
: 0
:
125
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
বাইনারি সংখ্যার যোগ-বিয়োগ
: 0
: 0
:
163
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
কমিউনিকেশন সিস্টেমের ধারণা
: 0
: 0
:
104
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0
: 0
:
90
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
সংখ্যা পদ্ধতির রূপান্তর
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2025 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi