Loading...
Digital Book
Loading...
ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ (Element of Virtual Reality)
এইচএসসি
|
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
|
আইসিটি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত:
ভার্চুয়াল রিয়েলিটি
ইফেক্টর (Effector): ইফেক্টর হলো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস। এটি ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে সংযুক্ত করে।
1. হেড মাউন্টেড ডিসপ্লে (Dead Mounted Display-HMD),
2. ডেটা গ্লোভ (Data Glove),
3. পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) ইত্যাদি।
রিয়েলিটি সিমুলেটর (Reality Simulator): এটি এক ধরনের হার্ডওয়ার সেক্টরকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। যেমন-
1. বিভিন্ন ধরনের সেন্সর,
2. উচ্চ মানের ভিডিও ও ভিডিও ব্যবস্থা,
3. রিয়েলিটি ইঞ্জিন ইত্যাদি।
অ্যাপ্লিকেশন (Application): ভার্চুয়াল পরিবেশ ও প্রাসঙ্গিকতা তৈরিতে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। যেমন- অটোডেস্কের তৈরি ডিভিশন।
জিওমেট্রি (Geometry): জিওমেট্রি হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ত্রিমাত্রিক মডেল সমূহকে Computer Aided Design-CAD (অটোডেস্ক, থ্রিডি স্টুডিও, ম্যাক্স, মায়া, প্রভৃতি) সফটওয়্যার ব্যবহার করে জিওমেট্রি তৈরি করা হয়।
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব (Influence of Virtual Reality in Everyday Life): বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখার প্রযুক্তি বলতে ভার্চুয়াল রিয়েলিটি কে নির্দেশ করে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং, জটিল অপারেশন, মহাকাশ ভ্রমণের অনুভূতি ও প্রশিক্ষণ সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবেশ কৃত্রিমভাবে তৈরি বিধায় কোন রকম শারীরিক ঝুঁকির সম্ভাবনা থাকেনা।
ডাক্তার প্রশিক্ষণে: অস্ত্রপাচারে MIST (Minimally Invasive Surgical Trainer) দ্বারা বাস্তবের ন্যায় জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়।
কার ড্রাইভিং প্রশিক্ষণ: ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতো রাস্তায় গাড়ি চালিয়ে প্রশিক্ষণার্থী খুব সহজেই বাস্তবে গাড়ি চালানোর সাহস অর্জন করে দ্রুত গাড়ি চালানো শিখতে পারে।
বিমান চালনার প্রশিক্ষণ: সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি কে কাজে লাগিয়ে বিশেষায়িত কম্পিউটার সিস্টেম সমূহ যেমন ফ্লাইট সিমুলেটর সমূহের মাধ্যমে সিভিলিয়ান কিংবা মিলিটারি পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
মহাশূন্য অভিযানে: মহাশূন্য অভিযান এর প্রতিটি পর্বে রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বের নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়।
সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ: আধুনিক যুদ্ধাস্ত্র সঠিকভাবে ব্যবহার রাতে যুদ্ধ পরিচালনা শত্রুর অবস্থান নির্ণয় ইত্যাদি কাজ নিখুঁতভাবে করার জন্য বর্তমানে অনেক দেশের সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে: চিত্তাকর্ষক আনন্দদায়ক করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এর মাধ্যমে শিক্ষার জটিল এবং কঠিন বিষয় গুলো সহজে উপস্থাপন করা যায়।
গেমস তৈরিতে: বর্তমান কম্পিউটার গেমস তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে। বাজারে প্রচলিত অধিকাংশ গেমি মডেল অনুসরণ করে তৈরি।
নাগর পরিকল্পনায়: নগর পরিকল্পনার ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ঘটিয়ে নগর উন্নয়ন রূপরেখা নগরে যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয় ভাবে বর্ণনা করা যায়।
মিডিয়ায়: টেলিভিশন প্রোগ্রাম ও চলচ্চিত্র নির্মাণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার চলচ্চিত্র কে করেছে বাস্তব ভিত্তিক, আধুনিক, আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।
এছাড়া ব্যবসা-বাণিজ্য, শিল্প কলকারখানা, খেলাধুলা, বিনোদন, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।
1. হেড মাউন্টেড ডিসপ্লে (Dead Mounted Display-HMD),
2. ডেটা গ্লোভ (Data Glove),
3. পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) ইত্যাদি।
রিয়েলিটি সিমুলেটর (Reality Simulator): এটি এক ধরনের হার্ডওয়ার সেক্টরকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। যেমন-
1. বিভিন্ন ধরনের সেন্সর,
2. উচ্চ মানের ভিডিও ও ভিডিও ব্যবস্থা,
3. রিয়েলিটি ইঞ্জিন ইত্যাদি।
অ্যাপ্লিকেশন (Application): ভার্চুয়াল পরিবেশ ও প্রাসঙ্গিকতা তৈরিতে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। যেমন- অটোডেস্কের তৈরি ডিভিশন।
জিওমেট্রি (Geometry): জিওমেট্রি হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ত্রিমাত্রিক মডেল সমূহকে Computer Aided Design-CAD (অটোডেস্ক, থ্রিডি স্টুডিও, ম্যাক্স, মায়া, প্রভৃতি) সফটওয়্যার ব্যবহার করে জিওমেট্রি তৈরি করা হয়।
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব (Influence of Virtual Reality in Everyday Life): বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখার প্রযুক্তি বলতে ভার্চুয়াল রিয়েলিটি কে নির্দেশ করে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং, জটিল অপারেশন, মহাকাশ ভ্রমণের অনুভূতি ও প্রশিক্ষণ সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবেশ কৃত্রিমভাবে তৈরি বিধায় কোন রকম শারীরিক ঝুঁকির সম্ভাবনা থাকেনা।
ডাক্তার প্রশিক্ষণে: অস্ত্রপাচারে MIST (Minimally Invasive Surgical Trainer) দ্বারা বাস্তবের ন্যায় জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়।
কার ড্রাইভিং প্রশিক্ষণ: ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতো রাস্তায় গাড়ি চালিয়ে প্রশিক্ষণার্থী খুব সহজেই বাস্তবে গাড়ি চালানোর সাহস অর্জন করে দ্রুত গাড়ি চালানো শিখতে পারে।
বিমান চালনার প্রশিক্ষণ: সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি কে কাজে লাগিয়ে বিশেষায়িত কম্পিউটার সিস্টেম সমূহ যেমন ফ্লাইট সিমুলেটর সমূহের মাধ্যমে সিভিলিয়ান কিংবা মিলিটারি পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
মহাশূন্য অভিযানে: মহাশূন্য অভিযান এর প্রতিটি পর্বে রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বের নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়।
সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ: আধুনিক যুদ্ধাস্ত্র সঠিকভাবে ব্যবহার রাতে যুদ্ধ পরিচালনা শত্রুর অবস্থান নির্ণয় ইত্যাদি কাজ নিখুঁতভাবে করার জন্য বর্তমানে অনেক দেশের সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে: চিত্তাকর্ষক আনন্দদায়ক করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এর মাধ্যমে শিক্ষার জটিল এবং কঠিন বিষয় গুলো সহজে উপস্থাপন করা যায়।
গেমস তৈরিতে: বর্তমান কম্পিউটার গেমস তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে। বাজারে প্রচলিত অধিকাংশ গেমি মডেল অনুসরণ করে তৈরি।
নাগর পরিকল্পনায়: নগর পরিকল্পনার ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ঘটিয়ে নগর উন্নয়ন রূপরেখা নগরে যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয় ভাবে বর্ণনা করা যায়।
মিডিয়ায়: টেলিভিশন প্রোগ্রাম ও চলচ্চিত্র নির্মাণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার চলচ্চিত্র কে করেছে বাস্তব ভিত্তিক, আধুনিক, আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।
এছাড়া ব্যবসা-বাণিজ্য, শিল্প কলকারখানা, খেলাধুলা, বিনোদন, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।
: 0
: 0
:
558
Author
Date
20-01-2026
: 0
: 0
:
128
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১ম অধ্যায় |
ডাটা
: 0
: 0
:
164
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
নেটওয়ার্ক
: 0
: 0
:
106
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১ম অধ্যায় |
রোবট
: 0
: 0
:
100
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার
: 0
: 0
:
118
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
৩য় অধ্যায় |
সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0
: 0
:
122
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
ডেটা কমিউনিকেশন মাধ্যম
: 0
: 0
:
155
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১ম অধ্যায় |
ন্যানোটেকনোলজি
: 0
: 0
:
111
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
ডেটা ট্রান্সমিশন মেথড
: 0
: 0
:
128
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
নেটওয়ার্ক
: 0
: 0
:
104
এইচএসসি |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
২য় অধ্যায় |
নেটওয়ার্ক
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi